বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০২ জুন ২০২৪ ১৯ : ০৫Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য, দিল্লি : লোকসভা ভোটে ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টা আগে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে গণনায় স্বচ্ছতা আনার দাবি করল ইন্ডিয়া জোট। ইন্ডিয়ার নেতাদের তরফে দাবি জানানো হয়েছে, ২০১৯ লোকসভা ভোট পর্যন্ত গণনার সময় আগে পোষ্টাল ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা হত। এবারেও সেই পদ্ধতিই মেনে গণনা করতে হবে। নির্বাচন আইনের সমস্ত বিধি যাতে যথাযথভাবে মেনে ভোট গণনা করা হয়, তার দাবি জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। এদিনের প্রতিনিধি দলে ছিল কংগ্রেস, ডিএমকে, সমাদবাজী পার্টি, সিপিআই, সিপিএম সহ ইন্ডিয়া জোটের দলগুলি। ইন্ডিয়া জোটের নেতাদের আশঙ্কা, আগের নিয়ম মেনে গণনা করা হবে না। সেই কারণে আগে থেকেই কমিশনে দরবার করল ইন্ডিয়া শিবির।
নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার পর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, "গণনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে পোষ্টাল ব্যালট গণনা করে তার ফলাফল ঘোষণা করা। এটা বিধিবদ্ধ নিয়ম হিসেবে উল্লেখ রয়েছে। বছরের পর বছর ধরে এটাই নির্বাচন কমিশন জেনে এসেছে।" তিনি বলেন, "২০১৯ সালেও নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে লিখিত আকারে জানানো হয়েছিল, আগে পোষ্টাল ব্যালট গণনা এবং তারফল ঘোষণা করা হবে। যদি পোষ্টাল ব্যালট গণনা শেষ হওয়ার আগে ইভিএম গণনা শেষ হয়, তাহলে তা বন্ধ রাখতে হবে এবং আগে ইভিএম গণনা সমাপ্ত করে তার ফল ঘোষণা করতে হবে। আমাদের মূল অভিযোগ, এই নিয়মকে বিদায় জানিয়েছে নির্বাচন কমিশন। এখন বলা হচ্ছে, পোষ্টাল ব্যালট গণনার ফলাফল আগে ঘোষণার কোনও প্রয়োজন নেই। স্পষ্টভাবে, এটা বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘন করা, কোনও একটি চিঠি মারফৎ এভাবে বিধিবদ্ধ নিয়ম পাল্টানো যায় না।" সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, "আমাদের গণনা এজেন্টদের সবসময়েই সমস্যা হয়। কারণ, কোনও দাবি জানালেই আমাদের নির্বাচন কমিশন থেকে লিখিত আকারে অনুমতি নিয়ে আসার কথা বলা হয়। সেটা গণনার সময় সম্ভব হয় না। সেই কারণে যে নির্দেশিকা রয়েছে, সেগুলি যাতে যথাযথভাবে মেনে চলা হয়, আমরা তার দাবি জানিয়েছি। তারমধ্যে মূল দাবি, সিসিটিভির মাধ্যমে নজরদারি করতে হবে, গণনার আগে ভোটগ্রহণের দিনক্ষণ মিলিয়ে নিশ্চিত করতে হবে, ইভিএম সিল করার সময় যে সমস্ত নথি স্লিপ থাকে, সেগুলি সমস্ত গণনা এজেন্টকে দেখাতে হবে। মোট প্রার্থীর সংখ্যা, প্রাপ্ত ভোট সংক্রান্ত তথ্য ঘোষণা করতে হবে।"